বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ইসলামপুরে রক্তদান ও আলোচনা শিবির
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে রবিবার গুঞ্জরিয়া বাজার এলাকায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীদের সহযোগিতায় এদিনের শিবিরে 30 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় গ্রামাঞ্চলের বাসিন্দাদের মধ্যে রক্তদান ভীতি দূর করতে আলোচনা শিবির করা হয়। এছাড়াও ক্যান্সার বিশেষজ্ঞরা এদিনের শিবিরে ক্যান্সার রোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে আলোচনা করেন। রক্তদান শিবিরে রোক্তদাতাদের দুধ, ফল ও ডিম বিতরণ করা হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন গোয়ালপখোরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের পুরসভার পুরপ্রধান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজু, গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফারহাত তবস্সুম সহ অন্যান্যরাও। উদ্যোক্তা হামিদ রেজা বলেন, গ্রামাঞ্চলে মানুষের মধ্যে রক্তদানে আগ্রহী করে তুলতে আমাদের এই উদ্যোগ। আগামীতে মানুষের মধ্যে রক্তদান সচেতনতা বৃদ্ধি করতে শিবির করা হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)