শিলিগুড়ি ক্রিকেটের আরও এক নতুন অধ্যায় শুরু হল চম্পাসারি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: শিলিগুড়ির ক্রিকেট দুনিয়াতে আরও একটি পালক জুটল। ঐতিহ্যপূর্ণ ক্লাব জাতীয় শক্তি সংঘ পাঠাগারের তত্ত্বাবধানে আজ থেকে পথ চলা শুরু হল চম্পাসারি ক্রিকেট অ্যাকাডেমির। আজ শ্রী গুরু বিদ্যামন্দিরের মাঠে এই ক্রিকেট অ্যাকাডেমির শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি স্পোর্টস ডিসট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী মদন ভট্টাচার্য মহাশয়।
এর সাথে ছিলেন এস.এম.কে.পি র অ্যাসিস্ট্যান্ট ক্রিকেট সেক্রেটারি শ্রী মনোজ ভার্মা। এই ক্রিকেট অ্যাকাডেমি মূলত ক্লাবের ছেলে প্রনব দাস এবং কৌশিক ঘোষের চেষ্টার ফলে বাস্তবের রূপ পেয়েছে। এলাকার প্রচুর ক্রিকেট অনুরাগি ইতিমধ্যেই এই অ্যাকাডেমির সঙ্গে নাম লিখিয়েছে ক্রিকেটের তালিম নেবার জন্যে। আসা করা যায় এই এলাকা থেকে অনেক নতুন ক্রিকেটার উঠে আসবে যা ভবিষ্যতে হতে পারে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের গর্ব। কারন, শিলিগুড়ি থেকে যে বিশ্ব সেরা ক্রিকেটার হওয়া যায় তা ইতিমধ্যেই বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সুপারম্যান শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা।
ছবিঃ চম্পাসারি ক্রিকেট অ্যাকাডেমি, শিলিগুড়ি