দৌলতাবাদের পুনুরাবৃত্তি এড়াতে ধুপগুড়িতে এবার সেতুতে সংস্কারে নজর
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ১লা ফেব্রুয়ারি ২০১৮: দৌলতাবাদের পুনুরাবৃত্তি এড়াতে এবার সেতুতে সংস্কারে নজর। জাতীয় সড়কের পাশে ক্রুটিপূর্ন সেতু গুলি মেরামতের জন্যে উদ্যোগ নিল ট্রাফিক গার্ড ও পুলিশ। ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি গামী জাতীয় সড়কে ঝুমুর সেতুর বিপদজ্জনক অবস্থা রয়েছে।সেতুর রেলিং ভাঙাতে বাশ দিয়ে অস্থায়ী ভাবে রেলিং তৈরিকরা হয়েছে। পেয়াজ বোঝাই লরি এবং একটি ফাকা লরি অস্থায়ী রেলিং ভেঙে নদীতে পড়ে গিয়েছিল। উল্লেখ্য ঝুমুর সেতুতে ওঠার আগেই সার্ক রোডের সীমানা শেষ হচ্ছে। সার্ক রোড তথা জাতীয় সড়ক ৪৮ এর পক্ষ থেকে তাদের আওতাধীন সেতু অনেক আগেই মেরামত করে দেওয়ার কিথা জানিয়েছেন। ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, সড়কে যথেষ্ট নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। এবার জাতীয় সড়কে ভাঙা সেতু গুলি মেরামতের জন্যে তদারকি করা হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। জেলা পুলিশের সঙ্গে কথা বলেও সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)