মেখলীগঞ্জের অগ্নিকান্ডে পুড়ল দোকান, ক্ষতি অনেক টাকার
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৯শে জানুয়ারি ২০১৮: গতকাল মাঝরাতে এক ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি দোকান৷ কুচবিহার জেলার মেখলিগঞ্জের দেউতির হাটের ঘটনা৷ প্রতেক্ষ্যদর্শীরা জানান – রাত সাড়ে এগারোটা নাগাত দেউতিহাটের এক দোকানে আগুন লাগে এবং ছড়িয়ে পরে পাশের দোকান গুলোতেও৷ অগ্নিকান্ডের পাশেই চলছিল এক বিচিত্রানুষ্ঠানের অর্কেস্ট্রা প্রোগ্রাম৷ স্থানীয় সূত্র অনুযায়ী অনুমান করা হচ্ছে আগুনের কারন দোকানের শর্ট সার্কিট হতে পারে। প্রথমে কেউ বুঝতে পারেনি, পরে অগ্নিশিখা বাড়তে থাকলে পাশের বিচিত্রানুষ্ঠানের লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে, স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নেভাতে নেভাতে ছুটে আসে মেখলিগঞ্জ দমকলের একটি ইঞ্জিন৷ জানা গেছে দোকান ঘরের প্রায় ৬০% পুড়ে গেছে৷ ওই দোকানের মালিকের নাম দ্বিজেন রায়৷ মালিক জানান “দোকানে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না, তবে শর্ট সার্কিট কিনা তাও বুঝতে পারছি না, এতে আমার প্রায় অনেক টাকার ক্ষতি হল”৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)