ফালাকাটায় আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবাধিকার সেলের “নারী সশক্তিকরণ সপ্তাহ” পালন
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই নিউ ফালাকাটা ২৭শে জানুয়ারি ২০১৮: আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবাধিকার সেলের “প্রিয়দর্শিনী ব্রিগেড” – এর তরফে ভগিনী নিবেদিতার আবির্ভাবের ১৫০ বছর উপলক্ষ্যে “নারী সশক্তিকরণ সপ্তাহ” আয়োজন করা হচ্ছে ২২শে জানুয়ারী ২০১৮ থেকে ২৮শে জানুয়ারী ২০১৮ অবদি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, আলিপুরদুয়ার জেলার মেয়েদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা এবং পেশা নির্বাচনের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম করে তোলা। এই উদ্দেশ্য নিয়েই আজ থেকে ১২০ বছর আগে ভগিনী নিবেদিতার ভারতযাত্রা সূচিত হয়েছিল স্বামী বিবেকানন্দের আশীর্বাদে। সেই কর্মসূচির অংশ রূপে ফালাকাটাতে আয়োজিত হলো, বিউটিসিয়ান কোর্স “সাজাবো যতনে…” বিউটিসিয়ান শ্রীমতী রিয়া শীলের প্রশিক্ষণে এই কর্মশালাতে অংশ নিয়েছিলেন ফালাকাটার বিউটিসিয়ান হতে ইচ্ছুক মেয়েরা।
আগামী দিনে আরো অনেক মেয়েকে প্রশিক্ষণ দিয়ে অলিপুরদুয়ার জেলাকে রূপচর্চার আরো বিরাট কেন্দ্র করে তুলুক বলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবাধিকার সেলের সভাপতি শ্রী মৃন্ময় সরকার। তিনি আরও জানান আগামি দিনে এধরনের কর্মসহাযাক মুলক বিভিন্ন কর্মসূচি চলবে। আগামী দিনে সারা আলিপুরদুয়ার জেলা জুড়েই প্রতিটি ব্লক ও অঞ্চলে বিভিন্ন পেশা নির্বাচনের জন্য এইরকম প্রশিক্ষণ দেওয়া হবে। সারা বছর ধরেই “প্রিয়দর্শিনী ব্রিগেড”-এর নেতৃত্বে এই কর্মসূচি চলবে। কম্পিউটার ট্রেনিং, ই-কমার্সের ব্যবহার, বিজ্ঞাপনী, ফাস্ট ফুড রান্না, সফ্টটয়জ তৈরি, ঘর সাজানোর আসবাব তৈরী , খাদ্য প্রক্রিয়াকরণ, ফ্যাশন ডিজাইন, কসমেটিক তৈরী, খেলার সরঞ্জাম তৈরিতে প্রশিক্ষণ দিয়ে আলিপুরদুয়ার জেলার ১০০% মেয়েদের স্বনির্ভর করে তোলা হবে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবাধিকার সেলের উদ্যোগে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)