চাকুলিয়ায় প্রয়াত পিতার স্মৃতিতে বিধায়ক পুত্র আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট শেষ হল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চাকুলিয়া ২৭শে জানুয়ারি ২০১৮: প্রাক্তন বিধায়ক প্রয়াত রমজান আলির স্মৃতিতে প্রতি বছর এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। এবারেও তার অন্যথা হয়নি। আজ ছিল ফাইনাল ম্যাচ। ম্যাচ দেখতে হাজির ছিল অগণিত দর্শক আর ভারত সরকারের দ্রোণাচার্য ও অর্জুন পুরষ্কার প্রাপক ফুটবল কোচ সঈদ নইমুদ্দিন, সাংসদ মহঃ সেলিম প্রমুখ। ফাইনাল ছিল লাধি ক্রিকেট টিম বনাম বি.এম.এম বিজোলিয়া এর মধ্যে। টসে যেতে বিজোলিয়া দল এবং প্রথমে ব্যাট করে। এবং নির্ধারিত ১৫ ওভারে ১১০ রান করে। জবাবে ১০০ রান করেই সব উইকেট হারায় লাধি ক্রিকেট দল। ম্যান অফ দি ম্যাচ নির্ধারিত হয় বিজোলিয়া দলের গৌতম ভগত। চ্যাম্পিয়ন বিজোলিয়া দল পায় ৩০০০০ টাকার চেক ও ট্রফি। রানার্স আপ দল লাধি ক্রিকেট দল পায় ২০০০০ টাকার চেক ও ট্রফি। পুরষ্কার বিতরণীর সময় কোচ সঈদ নইমুদ্দিন জানান – প্রত্যান্ত ভারত-বাংলা সীমান্তে এই ধরনের ক্রিকেট রয়েছে যা আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হতে পারে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)