শিলিগুড়ির তুফানী সংঘর ‘লিটল চ্যাম্পস বসে আঁকো প্রতিযোগিতা’ সম্পন্ন হল
অভিজিৎ দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৬শে জানুয়ারি ২০১৮: আজ সকালে ভারতনগর শিলিগুড়ির তুফানী সংঘের ব্যাবস্থাপনায় ভারত নগর স্থিত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল লিটল চ্যাম্পস বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা উদ্বোধন করেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এর ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর তথা এম.আই.সি শ্রী শঙ্কর ঘোষ মহাশয়। প্রতিযোগিতা বয়স অনুযায়ী দুই ভাগে বিভক্ত ছিল। ‘ক’ বিভাগে প্রতিযোগীদের বয়স ছিল ৫-৭ বছর এবং ‘খ’ বিভাগে প্রতিযোগীদের বয়স ছিল ৮-১০ বছর। প্রতিযোগিতা পরিচালন কমিটির মতে মোট প্রতিযোগীদের সংখ্যা ছিল ৭২।
সকাল থেকে ক্লাব প্রাঙ্গণ কচিকাঁচা এবং অভিভাবকদের সমাগমে ছিল সরগরম। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের ক্লাব মেম্বারদের দ্বারা সার্টিফিকেট প্রদান করা হয়। ‘ক’ বিভাগে প্রথম হয় সপ্তক হালদার, দ্বিতীয় হয় অভিধা মিত্র এবং তৃতীয় হয় অস্মিতা কুন্ডু। ‘খ’ বিভাগে প্রথম হয় দুর্গা অধিকারি, দ্বিতীয় হয় শ্রুতি দাস এবং তৃতীয় হয় অজান্তিকা গাঙ্গুলি। প্রয়াত ক্লাব সদস্য শ্রী সুশান্ত হালদারের নামে একটি বিশেষ পুরষ্কার প্রতিযোগী রত্নদ্বীপ সরকার কে দেওয়া হয়।
ছবিঃ আর. সুব্রত (টী.এন.আই)