‘বাইপাস বিতর্ক রুখতে মিথ্যা মামলায় জেলে পোড়া হচ্ছে কৃষকদের’ – ইসলামপুর সিপিএম
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৫শে জানুয়ারি ২০১৮: মিথ্যা মামলায় কৃষকদের ফাঁসিয়ে জেলে পোড়ার পাশাপাশি কৃষকদের জমির ন্যায্য মুল্যের দাবীতে জরদার আন্দোলনে নামতে চলেছে সি.পি.এম। গতকাল টালিঘর মোড় থেকে ইসলামপুরের প্রাক্তন প্রয়াত বিধায়ক সিপিএমের ফারুখ আজমের ছেলে সামি খান সহ পাঁচ জন গ্রেপ্তারের পর আগামী ২৮-২৯ জানুয়ারি ইসলামপুরে অনুষ্ঠিত সিপিএমের জেলা সম্মেলনে যোগদানের বৃহস্পতিবারের মিছিলের স্লোগানেই তার আঁচ পাওয়া গেল। এদিকে গতকালের থটনায় সামি খান সহ ধৃত পাঁচজন কে ইসলামপুরের এসিজেএম আদালতে তোলা হয়।
ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী শ্রী সঞ্জয় ভাওয়াল বলেন, “বুধবার ইসলামপুরের ডিমরুল্লা এলাকায় ধৃত পাচজন কে ৯ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ইস্লমাপুর এসিজেএম আদালতের বিচারক শ্রী কৃষ্ণ মুরারী প্রসাদ গুপ্তা। অন্যদিকে, গত শুক্রবার ইসলামপুরের শিয়ালতোড়ে ধৃত পাঁচজনের জামিনের আবেদন নাকচ করে দেন অ্যাডঈশানাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ শ্রী রমেশ প্রধান বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মুখতার আহমেদ। ইসলামপুরের সিপিএমের ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক শ্রী বিকাশ দাস বলেন “ইসলামপুর বাইপাসে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কৃষকদের জেলে পুড়ে অন্যায় ভাবে বাইপাসের কাজ করতে চাইছে অপদার্থ রাজ্য সরকার। এ কখনই বরদাস্ত করা হবে না”।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)