ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পানচাষীদের বৃহত্তর আন্দোলনের হুমকি
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৫শে জানুয়ারি ২০১৮: প্রচন্ড ঠান্ডায় ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরের ক্ষতিগ্রস্ত পানচাষীরা সরকারী সহযোগিতা না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের মাঠে এই মর্মে ক্ষতিগ্রস্ত পানচাষীরা বৈঠক করে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার প্রায় দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পানচাষী হাই স্কুলের মাঠে জমায়েত হয়। সিদ্ধান্ত হয় সরকারী কোনও আর্থিক সাহায্য না পেলে ধাপে ধাপে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী নিয়েছে পানচাষীরা। শ্রীকৃষ্ণপুরের পানচাষীরা তপন দত্ত, সুবোধ দাস, পঙ্কজ দে, অরুন দাস, বাবন পাল ‘রা বলেন, ‘এবছর প্রচন্ড ঠান্ডার কারনে শ্রীকৃষ্ণপুরের প্রায় ৩৫/৪০ হাজার পান বাগানে পানের ফলন নষ্ট হয়ে গিয়েছে। যা থেকে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতির মুখে পানচাষীরা। অধিকাংশ পানচাষী ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে পানচাষ করেছে। তারা এখন ঋন পরিশোধের দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে। সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা না পেলে ধাপে ধাপে হর্টিকালচার দপ্তর ঘেরাও, মহকুমা শাসক ঘেরাও, জাতীয় সড়ক অবরোধ ও পরিশেষে অনশন করতেও আমরা পিছপা হব না।’ উল্লেখ, প্রতিবছরই তিস্তার জল পান বাগানে ঢোকা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতির সম্মুখীন হতে হয় পানচাষীদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি। তাই এবছর প্রচন্ড শীতের কারনে প্রচুর ক্ষতির মুখে পরে দিশেহারা পানচাষীরা সরকারী আর্থিক সহযোগিতা না পেলে প্রশাসনের বিরুদ্ধে কোমর বেধে আন্দোলনের প্রস্তুতি নিতে চলেছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)