ইসলামপুরে প্রাইভেট টিউশন বন্ধ করতে আন্দোলনে গৃহশিক্ষকরা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৮ই জানুয়ারি ২০১৮: ইসলামপুর মহকুমার বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সোমবার গৃহ শিক্ষকরা ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্বারক লিপি দেন। জানা গিয়েছে কোলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ইসলামপুর মহকুমার বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অবাধে প্রাইভেট টিউশন করে চলেছেন। ইসলামপুর মহকুমার সাত শতাধিক বেকার যুবকরা গৃহশিক্ষকতার পেশায় যুক্ত রয়েছে। এদিন ইসলামপুরের মহকুমা শাসক সহ সংশ্লিস্ট বিভিন্ন দফতরে স্বারক লিপি প্রদান করে গৃহ শিক্ষকরা। অবিলম্বে প্রশাসন সংশ্লিস্ট বিষয়ে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে গৃহ শিক্ষকরা। চোপড়া ব্লকের গৃহশিক্ষক কিরনজিৎ সিংহ বলেন, সরকারী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করতে আজকে আমরা মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিলাম। এই জীবিকার মাধ্যমে আমরা আমাদের বেকারত্ব দুর করে থাকি। অবিলম্বে প্রশাসন কোনও পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। ইসলামপুরের মহকুমা শাসক শেরিং ইয়াংডেন ভুটিয়া বলেন, সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)