বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে ধুপগুড়িতে ছুটির দিনে হাজির ব্লক আধিকারিক
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ৬ই জানুয়ারি ২০১৮: ছুটির দিনে ব্লক প্রশাসনের বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে ঝটিকা পরিদর্শন করলেন ধুপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক। সঙ্গে ছিলেন ধুপগুড়ি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক। ব্লক আধিকারিক দীপঙ্কর রায় এবং শিশু বিকাশ আধিকারিক শ্রী সন্দীপ দে এদিন প্রথমেই ঝটিকা সফরে যান ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে। এছাড়া এদিন তারা হাসপাতাল সহ মুন্ডাপাড়া এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র সহ ব্লক জুড়ে ১০০ দিনের কাজ, প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর, গীতাঞ্জলি প্রকল্প, শৌচাগার প্রভৃতি কাজ খতিয়ে দেখেন। হাসপাতাল চত্বরে ঢুকেই এক সদ্যজাত শিশুর বাবার হাতে সবুজ শ্রীর গাছ হাতে দেখতে পেয়ে ব্লক আধিকারিক সবুজশ্রী সর্ম্পকে অবহিত করেন। এছাড়াও এই গাছের মাধ্যমে ঐ শিশুটির বিকাশে বা ভবিষ্যতে কি ভাবে সাহায্য করবে তা ব্যাখ্যা করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে এক ব্যক্তি আর.এস.ভি.ওয়াই প্রকল্প নিয়ে অভিযোগ করেন আর.এস.ভি.ওয়াই থাকা সত্ত্বেও বাইরে থেকে ঔষধ কিনতে হচ্ছে। তড়িঘড়ি ব্লক আধিকারিক বিষয়টি খোজ নিতে হাসপাতালে যান এবং আর.এস.ভি.ওয়াই প্রকল্পে কর্মরত কর্মী শ্রী কৌশিক দামকে ডেকে জিঞ্জাসা করেন। যদিও পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত নার্সদের তরফে জানানো হয়, হাসপাতালে রোগীদের বাইরে থেকে কোনো ঔষধ কিনতে বলা হয় না। এরপর তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘুরে দেখেন। এদিকে ব্লক আধিকারিকের এই প্রকার আচমকা হাসপাতাল পরিদর্শনে খুশি রোগীর পরিবারের লোকজন। রোগীর আত্মীয়দের কথায় একজন আধিকারিক এই ভাবে রোগীদের খোজ নিলে হাসপাতালের পরিষেবা আরো উন্নত হবে। ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী দীপঙ্কর রায় আরো জানান, ১২ টি দল করে প্রায় ৩৫ জন আধিকারিক এবং ব্লক দফতরের কর্মীরা এই পরিদর্শন তথা কাজ গুলি পর্যবেক্ষন করছেন।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)