আজ থেকে কুচবিহারে শুরু হল ৮ দিনের কুচবিহার বই মেলা ২০১৭-১৮
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৪ঠা জানুয়ারি ২০১৮: আজ থেকে কোচবিহার রাস মেলা ময়দানে শুরু হলো, কোচবিহার জেলা বই মেলা ২০১৭-১৮। বই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বই মেলার উদ্বোধনের আগে এদিন দুপুরে শহীদবাগ ময়দান থেকে “বই এর জন্য হাটুন” শীর্ষক এক পদযাত্রা শহর পরিক্রমা করে।বিগত বছর গুলোর তুলনায় এবছর “বই এর জন্য হাটুন” পদযাত্রায় স্কুল কলেজ পড়ুয়াদের অংশগ্রহন ছিলো চোঁখে পরার মত। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বনমন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, সভাধিপতি শ্রীমতী পুষ্পিতা রায় ডাকুয়া, জেলা শাসক শ্রী কৌশিক সাহা, জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে, জেলা গ্রন্থাগার আধিকারিক শ্রী দেবব্রত কুমার দাস সহ বিশিষ্ট জনেরা। আট দিনের এই বই মেলা চলবে আগামী ১১ই জানুয়ারী পর্যন্ত।
১২০ টি স্টলে শুধু এই বাংলার নামি প্রকাশনি সংস্থাই নয় ওপার বাংলার-ও বেশকিছু প্রকাশনি সংস্থার বই মিলবে এবারের বই মেলায়। এবছর সাহিত্যিক শ্রী অমিয়ভূষন মজুমদার স্মৃতি ও কবি শ্রী অরুনেশ ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় শ্রী ক্ষিতীশ চন্দ্র সরকার ও শ্রী সমীর চট্টোপাধ্যায় কে। স্থানীয় ও বহিরাগত শিল্পীরা প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বই মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)