বালির লরিকে আটকে ত্রিপল লাগাতে সতর্ক করলো রামগঞ্জের ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই রামগঞ্জ ৩রা জানুয়ারি ২০১৮: একাধিক বালি বোঝাই লরি আটকে দিয়ে চালকদের সতর্ক করলো রামগঞ্জ ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার ইসলামপুরে রায়গঞ্জ অভিমুখী সাতটি বালিবোঝাই লরি আটকে দিয়ে তারা পুলিশকে খবর দেয়। তাদের পাশাপাশি পুলিশও লরিচালকদের সতর্ক করে। অভিযোগ,বালি বোঝাই ওই লরিগুলো বালির উপর কোনও ত্রিপল বা প্লাস্টিক না লাগিয়েই যাতায়াত করে। ফলে ওই বালি হাওয়ায় উড়ে এসে পথ চলতি সাধারণ মানুষের উপর পরে। এর জেরে তাদের চরম সমস্যার মুখোমুখি হতে হয়। পথ চলতি মানুষের চোখে বালি ঢুকে গিয়ে তারা দুর্ঘটনার সম্মুখীন হন। সংস্থার সম্পাদক পুলক মল্লিক জানান, এদিন লরি চালকদের সতর্ক করার পর তাদের মধ্যে অনেকেই প্লাস্টিক কিনে লরির বালি ঢেকে দেন। বাকি চালকরাও আগামীতে বালি ঢেকেই বৈধ ভাবে লরি চালাবেন বলে প্রতিশ্রুতি দেন। সমাজসেবী সংস্থার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামপুর থানার আইসি শ্রী সুকুমার ঘোষ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)