বেঙ্গালুরুতে নিউ ইয়ারের অনুষ্ঠানে সানি লিওনির পারফর্মেন্স বাতিল করল সরকার
বাংলাডেস্ক, টী.এন.আই বেঙ্গালুরু, ১৬ই ডিসেম্বর ২০১৭: কর্নাটকে সানি লিওনির যাবতীয় অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে কর্নাটক রাজ্য সরকার। এই কারনে এই নিউ ইয়ারের অনুষ্ঠানে আর পারফর্ম করা হল না এই নায়িকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর নিউ ইয়ার ইভের সময় শ্লীলতাহানীর ঘটনা যেভাবে বেড়েছিল তা নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়েছিল রাজ্য প্রশাসনকে। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এই নিষেধাজ্ঞা। এই খবর জানিয়েছেন কর্নাটকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর রামালিঙ্গা রেড্ডি। যদিও এমন কোন নির্দেশিকা এখনো এসে পৌছায় নি বলে দাবি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপগুলি। সেকারণেই আপাতত সানির অনুষ্ঠান তাঁরা বাতিল করছেন না। অন্যদিকে বেঙ্গালুরু পুলিস প্রশাসনের তরফে থেকে অনুষ্ঠানের অনুমোদন দেওয়া হচ্ছে না বলেই জানানো হয়। পাশাপাশি সানি লিওনির প্রোগ্রামের প্রতিবাদ ও কম হয়নি বেঙ্গালুরু শহরে। নামি অনামি বিভিন্ন সংস্থার থেকে এই প্রতিবাদ করা হচ্ছে গত কয়েক দিন ধরে। এর পেছনে কোন রাজনৈতিক বা ব্যাবসায়ীক কোন হাত আছে কিনা সেটাই এখন দেখার।