‘ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন হলেন রাহুল গান্ধী’ – বাবুল সুপ্রিয়
বাংলাডেস্ক, টী.এন.আই নিউদিল্লী, ১৬ই ডিসেম্বর ২০১৭: শুরু থেকেই বিপক্ষের খোঁচা হজম করতে করতে ভারতীয় কংগ্রেসের সভাপতি পদে আজ আনুষ্ঠানিক ভাবে অভিষেক ঘটল রাজীব পুত্র রাহুলের। যদিও এরপর পথটা মোটেও সুগম নয় রাহুল গান্ধীর। বিজেপি নেতা তথা ভারীশিল্প উন্নয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবার রাহুলকে বিদ্রুপ করতে ছারলেন না। আজ তিনি সাংবাদিকদের বলেন “রাহুল ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন”। তিনি আরও বলেন, “রাহুল গান্ধী মাঝেমাঝেই নানা হাস্যকর কথা বলে ফেলেন। সেসব ইন্টারনেটে দেখে মজা পাই। তবে রাহুল শুধু বিজেপির কথা বলেন। ওঁর নিজের বিষয়েও কিছু কথা বলা উচিত”। তবে শুধু বিদ্রুপ না করে কেন্দ্রীয় মন্ত্রী আরও যোগ করেন, “রাহুল একবিংশ শতকের কথা বলেন। কিন্তু কংগ্রেস আর বেশিদিন টিঁকবে না। তবে কংগ্রেসের বিশাল ইতিহাস রয়েছে। আশা করি সেরকম ভবিষ্যতেও থাকবে”।
Facebook Comments