উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সরব হলেন ভারত – বাংলা সীমান্তে তলাবাজির বিরুদ্ধে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চ্যাঙ্গরাবান্ধা, ১৪ই ডিসেম্বর ২০১৭: কোচবিহারের চ্যাঙ্গরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে তোলাবাজি ও সিণ্ডিকেটরাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ অভিযোগ – একটানা তোলাবাজি ও সিণ্ডিকেটরাজ চলছে ভারত ও বাঙ্গলাদেশ সীমান্তে চ্যাঙরাবান্দার বাণিজ্য কেন্দ্রে। পুলিশের নামে ভয় ও তাবড় তাবড় নেতার নামে ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এর দ্বারা অভিযোগ যে বার বার অমান্য করা হচ্ছে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশ। ভারত ও বাঙ্গলাদেশ এর এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে দেখা যায় একাধিক মালবাহী ট্রাক পিছু ১৫০ -১০০০ টাকা করে তোলা নেওয়া হয়। খবরের প্রকাশ কোন ট্রাকচালক যদি তোলা দিতে রাজি না হলে তাকে পাল্টা ভয় দেখান হয় পুলিশের। এমনকি তাবড় তাবড় নেতা-মন্ত্রীদের নাম ভারিয়ে তোলা নেওয়া হয়, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে একাধিেবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় সাংবাদিকদের। আজ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে বা যারা তলাবাজির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে সরকার, বিষয়টি সর্বস্তরে তিনি আলোচনা করবেন, এবং যে সাংবাদিক দের হুমকি দেয়া হচ্ছে, তাদের পাশে থেকে তিনি জানান -স্থানীয় পুলিশের কাছেই অভিযোগ দায়ের করতে হবে।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)