মেখলীগঞ্জের জামালদহে আজ রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হল
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ১৪ই ডিসেম্বর ২০১৭: আজ মেখলিগঞ্জের জামালদহে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়, আয়োজন করেছে স্বরুপ সেবা ফাউনডেশন। রক্ত সংগ্রহে জলপাইগুড়ি ব্লাড ব্যাংক। আজ উক্ত শিবিরে মোট ২১জন রক্তদান করেন। সংস্থার সম্পাদিকা শ্রীমতী তপতি রায় বীর জানান – “আমাদের ঐ কর্মসূচি প্রতিমাসেই করা হবে, যাতে মানুষ রক্তের অভাবে সমস্যার মধ্যে না পরে”।
আজকের ঐ শিবিরে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ এর ব্লাড ডোনার ওরগানাইজেসন এর কো-অরডিনেটর শ্রী দিপেন রায়, সদস্য শ্রী দেবজ্যোতি রায় লস্কর, ও আরও অনেকে। পাশাপাশি অন্যদিকে, সংস্থার উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগতার ও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৭০ জন ছাত্রছাত্রী।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments