রাজস্থানে আফরাজুলের হত্যা নিয়ে পশ্চিমবঙ্গে উঠতে শুরু হল রাজনৈতিক পারদ
বাংলাডেস্ক, টী.এন.আই মালদা, ০৯ই ডিসেম্বর ২০১৭: তৃনমূল কংগ্রেসের এক ঝাক নেতা মন্ত্রী আজ এলেন রাজস্থানে খুন হওয়া আফরাজুলের বাড়িতে। আফরাজুল এর বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকার সৈয়দপুরে। তৃনমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মধ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায় এবং শুভেন্দু অধিকারীরা। তাঁদের তরফ থেকে আফরাজুলের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মাফিক আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এখানেই শেষ নয় তৃনমূল কংগ্রেসের পাশাপাশি অনেক সকালে আফরাজুলের পরিবারের সঙ্গে দেখা করে যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কলকাতায় এই হত্যাকান্ডের প্রতিবাদে এক মিছিলেরও কথা আছে কংগ্রেসের তরফ থেকে। বামপন্থিরাও মিছিল করবে শোনা যাচ্ছে।
Facebook Comments