সাত সকালে ফালাকাটায় অগ্নিকান্ডে পুড়ল ২টি দোকান ও ৫টি বাইক
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ০৩ই ডিসেম্বর ২০১৭: রবিবার সকালে অগ্নি কাণ্ডে চাঞ্চল্য ছাড়ল ফালাকাটা জুড়ে। এদিন প্রায় সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ ঘটে এই অগ্নি সংযোগ। অগ্নিকান্ডে ভস্মীভূত হয় ৫টি মোটরবাইক সহ ২টি দোকান। ঘটনাটি ঘটেছে ফালাকাটা মেইন রোডে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ফালাকাটার মিল রোড সাপটানা সেতু ও এসবিএসটিসি ফালাকাটার স্টেশন এর মধ্যবর্তী এলকায়। জানা গিয়েছে, এদিন ওই এলাকায় প্রথমে একটি কসমমেটিক ও ফটোকপির দোকানে আগুন লাগে। পরে ওই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি মোটর বাইকের গ্যারেজে।
ছুটির দিন থাকায় দোকান দুটি বন্ধই ছিল। ওই মোটর বাইকের গ্যারেজে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মেরামতির জন্য ৫ টি মোটর বাইক ছিল গ্যারেজে। খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুন লগার কারণে ফালাকাটা মেইন রোডে ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল কিছুখনের জন্য বন্ধ হয়ে যায়। ফালাকাটা দমকল কেন্দ্রের আধিকারিক প্রশান্ত রায় জানিয়েছেন ‘শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।’ তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)