নিম্নচাপের কবলে মেখলিগঞ্জের অনেক কালীপূজা মণ্ডপ
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ, ২১সে অক্টোবর ২০১৭: নিম্ন চাপের কবলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মেখলিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ভেস্তে গেল পূজা, কোথায় আবার সামান্য ঝড় বাতাসে ভেঙ্গে যায় মণ্ডপ দুর্গ, কোথায় আবার পশলা বৃষ্টিরতে মানুষ বেরোতে পড়িনি প্রতিমা দর্শনে – এবারের মেখলিগঞ্জের জামালদহ, রানির্হাট, চাঙ্গারাবান্ধা এলাকায় নিম্নচাপের বৃষ্টিতে তেমন দর্শনার্থীর ভীড় ছিল না, গত দুই দিন ধরে এমন আবহাওয়ার জেরে ভেঙ্গে পরে মণ্ডপ দুর্গ, গতকাল বৃষ্টি একটু কমে গেলেও আজ অনেকটা শান্ত আবহাওয়া থাকায় প্রতিমা দর্শনে ভীড় জমবে বলে আশাবাদী পূজা কমিটি সদস্যরা । অন্য দিকে, দর্শনার্থীরা আলোক দিপালী দেখার জন্য মেখলিগঞ্জ থেকে ময়নাগুড়ি , ধূপগুড়ি, শিলিগুড়ি যাচ্ছে, অনেকের দাবি খারাপ আবহাওয়া থকলেও প্রতিমা ও আলোক সজ্জা দর্শনে তাদের অগ্র্হ কমেনি।
ছবি ও ভিডিওঃ স্বপন রায় বীর (টী.এন.আই)