‘দিলীপ ঘোষ তৃনমূলের পয়া লোক এবং আমাদের লক্ষ্মী’ – গৌতম দেব
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে জুন, ২০২১: আজ শিলিগুড়ির বিজেপি জেলা দপ্তরে এক সাংবাদিক বৈঠকে করোনা ভ্যাক্সিন দুর্নীতির জন্যে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ। তিনি বলেন “মমতা বন্দ্যপাধ্যায় সবসময় বলেন, একদিনে তিন লক্ষ করোনার ভ্যাকসিন দেওয়া হয় এই রাজ্যে। উনি এটি সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। ভ্যাকসিন নিয়ে তথ্য লুকানো হচ্ছে। একদিনে ৭০ হাজারের বেশি ভ্যাকসিন কখনও দেয়নি এই সরকার। কেন ভ্যাকসিন নিয়ে এত হাহাকার রয়েছে? এর জবাব দিতে হবে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, ক্ষমতায় এলে বিনামূল্যে রাজ্যে ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রের কাছ থেকে বিনামূল্যে ভ্যাকসিন নিয়ে এসে এখন ব্যবসা করছে রাজ্য সরকার। ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট চলছে। ভ্যাকসিন দিতে কাটমানিও নেওয়া হচ্ছে। শিলিগুড়ির কয়জন মানুষ বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েছে?” তদন্তের ব্যাপারে সাংবাদিকরা জিজ্ঞেস করলে বিজেপি রাজ্য সভাপতি বলেন “সরকারি কোনও নেতা-মন্ত্রী জড়িত না থাকলে এরকম দুর্নীতি সম্ভব নয়। সিবিআইকে দিয়ে এর তদন্ত হওয়া উচিত।” অন্য একটি প্রশ্নে দীলিপ ঘোষ সাংবাদিকদের জানান যে তৃনমূল কংগ্রেস তাদের ক্ষমতা রাখতে চাইছে তাই এত দিন ধরে প্রশাসক দিয়ে পুরসভা এবং পুরনিগম গুলির কোন ভোট করাতে চাইছে না”। এই বিষয়ে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক শ্রী গৌতম দেব কে প্রশ্ন করা হলে তিনি জানান “দিলীপ ঘোষ হল তৃনমূল কংগ্রেসের পয়মন্ত ব্যাক্তি। দিলীপ ঘোষ তৃনমূল কংগ্রেসের লক্ষ্মী। যতদিন উনি বিজেপির রাজ্য সভাপতি থাকবেন ততদিন তৃনমূল কংগ্রেস এগিয়ে যাবে। এর কারন উনি অপ্রাসঙ্গিক ও ভুল তথ্য দেন সব সময়। সরকার টাকার বিনিময়ে কোথাও টিকা দিচ্ছে না।”
ছবি: সংবাদচিত্র