শিলিগুড়ির ইস্কন এবং ম্যাক্স লাইফ ইন্সুরেন্স যৌথ উদ্যোগে কুষ্ঠ আশ্রমে সাহায্য করা হল
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৫ই জুন, ২০২১: এই করোনা কালের দ্বিতীয় ঢেউ এর জন্যে যে কার্যত লকডাউন চলছে এবং এর জেরে বিভিন্ন স্তরের মানুষ আজ বিপন্ন। তাদের পাসে সর্বদা থেকেছে শিলিগুড়ির ইস্কন কতৃপক্ষ। আজও এর ব্যাতিক্রম হল না। আজ শিলিগুড়ির ইস্কন এবং ম্যাক্স লাইফ ইন্সুরেন্স যৌথ উদ্যোগে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত ‘চেতনা’ কুষ্ঠ আশ্রমের আবাসিকদের বেশ কিছু জিনিসপত্র দেওয়া হলো। এর মধ্যে ছিল প্রত্যেক জনের জন্যে ৬ কেজি ভাল চাল, ১ কিলো তেল, ১ কেজি ডাল, ১ কেজি সোয়াবিন, ১ কেজি লবণ ইত্যাদি। এছারাও ১০৫ জন আবাসিকদের দুপুরে মধ্যান্য ভোজন করানো হয়। যার মধ্যে ছিল ভাত, ডাল, আলুর দম ইত্যাদি। ইস্কন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক শ্রী নাম কৃষ্ণ দাস টিএনআই কে জানান “কার্যত লকডাউনে করোনার সঙ্গে লড়াই করে দিশেহারা হয়ে পড়ে এই ‘চেতনা’ কুষ্ঠ আশ্রমের আবাসিকেরা। তাই এত সব কিছু পেয়ে আবাসিকেরা ভীষণ খুশি। আমরাও খুব খুশি এঁদের এই দুঃসময়ে সাহায্য করে”।
ছবি: সংবাদচিত্র