খাঁচায় চিতাবাঘ ধরা পরায় চা বাগানে ফিরল স্বস্তি
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৯ই মে, ২০২১: খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, চা বাগানে ফিরল স্বস্তি। ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগানে বিগত কয়েকদিন ধরে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। বাগান কর্তৃপক্ষের অনুরোধে বনদপ্তর চিতাবাঘটিকে ধরার জন্য চা বাগানের ৩/৪ নম্বর সেকশানে খাঁচা পেতেছিল। ১৫ দিন অপেক্ষার পর রবিবার ভোরে সেই খাঁচায় ধরা পড়ে পূর্ণ বয়স্ক একটি পুরুষ চিতাবাঘ। চা বাগানে ত্রাস হয়ে ওঠার আগেই ‘বাঘ’ খাঁচাবন্দি হওয়ায় শ্রমিকেরা হাঁফ ছেড়ে বাঁচেন।
চা বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক গৌতম দে জানান – বাগানে চিতাবাঘের গতিবিধি লক্ষ্য করে বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন করা হয়েছিল। প্রতি রাতে ছাগল টোপ দিয়ে খাঁচাটি তৈরি করে রাখা হত। পনেরো দিন অপেক্ষার পর আজ সকালে শ্রমিকেরা দেখেন খাঁচায় চিতাবাঘটি ধরা পড়েছে। বনদপ্তরে খবর দেওয়া হলে তারা এসে খাঁচা সহ বাঘটিকে নিয়ে যায়। তিনি বলেন – বাগানে ঘুরে বেড়ানো চিতাবাঘটি ধরা পড়ায় শ্রমিকেরা এখন অনেকটাই আতঙ্কমুক্ত।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সূত্রে জানা গিয়েছে খাঁচায় ধরা পড়া চিতাবাঘটি সুস্থ রয়েছে। সেটিকে উদ্ধারের পর লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)