অভূতপূর্ব সান্ধ্য শাহি রোডশোর মাধ্যমে শিলিগুড়িতে প্রচার অমিত শাহ এর
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১২ই মার্চ, ২০২১: খুব কাছের ইতিহাসে এমন রাজনৈতিক রোডশো শিলিগুড়ি বাসীরা দেখেছে কিনা বলা মুশকিল। উত্তরবঙ্গের দিনের শেষ রোড শো হয়ত বা এটাই। ঘোষণা এবং প্রস্তুতি ছিল আগেই। সেই মোতাবেক বিকাল ৩:৩০ মিনিট থেকেই লোক জনসমাগম হওয়া শুরু হয়েছিল হাঁসমি চকে। অপেক্ষা শুধু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের। চারিদিকে ঢাকের বাদ্দির আওয়াজ, মথুয়া সম্প্রদায়ের কীর্তন, পাহাড়ের নাচ এবং আরও অনেক সাংস্কৃতিক পরিবেষণ। অমিত শাহজি এলেন এবং শুরু হল তার রথ যাত্রা। সামনে চলল জন প্লাবন। আশেপাশে শুধু গেরুয়া বেলুন, পতাকা, ফেস্টুন। ক্ষণে ক্ষণে শ্লোগান ‘জয় শ্রী রাম। রোড শো শুরু হয় হাঁসমি চক থেকে এবং শেষ হয় এয়ার ভিউ মোড় পর্যন্ত। রোড শো শেষে এক বিরাট জনস্রোত কে উদ্দেশ্য করে ভাষণ দেন শ্রী অমিত শাহ। মানুষও সেই মত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সারা দেন। সভায় তিনি শিলিগুড়িকে এক আদর্শ শহর রূপে তৈরি করার প্রতিশ্রুতি দেন। বিজেপি সুত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গে ৫ম দফা নির্বাচনের জন্যে আগামীকাল অর্থাৎ ১৩ তারিখ তারকা প্রচার শেষ হচ্ছে। ১৪ তারিখ থাকছে প্রার্থীদের এলাকায় প্রচার।