জেলা শাসকের দপ্তরে কর্মী পরিচয় দিয়ে টোটো চালক কে রাস্তার ফেলে উদোম মার
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩রা অক্টোবর, ২০২০: জেলা শাসকের দপ্তরে কর্মী পরিচয় দিয়ে এক গাড়ির মালিক ফালাকাটার ট্রাফিক মোড়ে এক টোটো চালক কে উদুম মার মেরে রাস্তায় ফেলে চলে যায় বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সেই টোটো চালক এবং টোটো সংগঠনের পক্ষ থেকে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টোটো চালক বিশ্বনাথ রায় জানান তিনি মরিঙ্গার বাসিন্দা। মরিঙ্গার থেকে টোটো চালিয়ে ফালাকাটায় ট্রাফিক মোড়ে আসার সময় ফালাকাটা ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট গাড়ির পেছনে সামান্য লেগে যাওয়ায় সেই গাড়ির মালিক গাড়ি থেকে বের হয়ে এসে তাকে উদোম মারধর করে। তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে যার ফলে সে অসুস্থ হয়ে অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকে এরপর রাস্তার কিছু টোটো চালক এবং আশেপাশের দোকানদাররা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পরপর সে ফালাকাটা থানায় গিয়ে এবং টোটো সংগঠন কে সঙ্গে নিয়ে গিয়ে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করে এবং এবং দোষীদের শাস্তির দাবি জানায়। আইএনটিটিইউসি ফালাকাটা ব্লক সভাপতি অশোক সাহা বলেন একজন রাস্তার মধ্যে এভাবে ডিএম অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এক গরীব টোটো চালক কে অমানবিক ভাবে তাকে মারধর করবে এটা আমরা কোন মতেই মেনে নিতে পারিনা সংগঠনের পক্ষ থেকে আমরা ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছি এবং দোষীর শাস্তি দাবি জানিয়েছি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)