রবিবার আয়োজিত হয়ে গেল উত্তরায়ণ মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজার এবছরের খুঁটিপুজা
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২৪শে অগাস্ট, ২০২০: বেশ কয়েক আগে বছর শুরু হওয়া বর্তমানে এক ঐতিহ্যবাহী দুর্গোৎসবের আকার ধারন করে নিয়েছে শিলিগুড়ি শহরের অন্যতম দুর্গোৎসব, উত্তরায়নের সার্বজনীন দুর্গাপুজা। বর্তমানে চলতে থাকা করোনা আবহাওয়ায় এবারে এর দায়িত্ব নিয়েছেন এখানকার আবাসনের মহিলা বৃন্দ। পৃথিবী জুড়ে বর্তমানে চলতে থাকা করোনা আবহাওয়ায় যেখানে শিলিগুড়ির বেশ কিছু নামকরা দুর্গাপূজা প্রায় ঠিক করেছে যে এবারের পুজা একেবারে অনাড়ম্বরে সারবেন সেখানে এই বছরে উত্তরায়নের সার্বজনীন দুর্গাপুজা কমিটির এই প্রচেষ্টা প্রশংসনীয়। উত্তরায়নে আবাসন কমপ্লেক্সে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যের মানুষের বাস করেন এবং তারা একসাথে প্রতিবারের এই দুর্গোৎসব আয়োজন করে থাকেন। উদ্যোক্তারা টিএনআই বাংলা কে জানিয়েছেন দেশের কঠিন আর্থিক পরিস্থিতির সাথে সামন্জস্য বজায় রেখে উত্তরায়নের পুজো এবারে কম বাজেটে সারা হবে। বর্তমানের পরিস্থিতির বিচারে, সমস্ত রকম সরকারী নির্দেশ মেনেই এবারে সমস্ত আয়োজন করা হবে। এবারের উত্তরায়নে আবাসনের দুর্গোৎসব কমিটিতে রয়েছেন সভাপতি হিসেবে আছেন শ্রীমতী প্রতিমা ভট্টাচার্য, সম্পাদক হিসেবে শ্রীমতী ডোনা ব্যানার্জি এবং শ্রীমতী রিতা মজুমদার, কোষাধক্ষ্য রয়েছেন শ্রীমতী সঙ্গীতা রায় প্রমুখ। গতকাল রবিবার উত্তরায়নে আবাসন কমপ্লেক্সে পুজা স্থানে আয়োজিত করা হয় এই বছরের খুটিপুজা। এই উপলক্ষ্যে উত্তরায়নে আবাসন কমপ্লেক্সের আবাসিকেরা এবং পুজা কমিটির সদস্যাবৃন্দ।
ছবি: উত্তরায়ণ সার্বজনীন দুর্গাপুজা কমিটি