জটেস্বরে উদ্বোধন হল ২দিন ব্যাপী আলিপুরদুয়ার জেলা কিষাণ মেলা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল জলপাইগুড়ি কৃষিবিজ্ঞান কেন্দ্রের আয়োজনে দুদিন ব্যাপী আলিপুরদুয়ার জেলা কিষাণ মেলার উদ্বোধন করেন বিধায়ক অনিল অধিকারী ফালাকাটার জটেস্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডালিম্পুরের সি.এ.ডি.সি ময়দানে। জেলা কৃষাণ মেলায় উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, জটেস্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল প্রমুখ। মেলায় সরকারি বেসরকারি মিলে মোট মোট ২০ স্টলে কৃষিজ পণ্য ফসল প্রভৃতির উপর প্রদর্শনী ও উৎপাদিত ফসল রয়েছে। আগামী দুদিন ধরে চলবে এই কৃষাণ মেলা। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরীষ্ঠ বিজ্ঞানী ডঃ বিপ্লব দাস জানান, আলিপুরদুয়ার জেলায় এখন পর্যন্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে না ওঠায় জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রই এই মেলার আয়োজন করেছে। জেলার কৃষকদের জীবন জীবিকা সুনিশ্চিত করতে বৈচিত্রপূর্ণ চাষের উপর আলোচন, স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে কৃষি ভিত্তিক কুইজ প্রভৃতির আয়োজন করা হয়। থাকছে কৃষকদের দ্বারা উন্নত চাষের কিছু নমুনা। জটেস্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল জানান, এই মেলায় কৃষকরা এসে উপকৃত হচ্ছে। এধরনের মেলার প্রয়োজন আছে। এর ফলে কৃষকরা উপকৃত হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)