এই বছর জাগরণীর মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হল পাটনা
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে আজ ছিল ফাইনাল খেলা। আজকের ফাইনালে পরস্পর মুখোমুখি হয় পাটনা ক্রিকেট একাডেমী (পি.সি.এ) এবং কলকাতার বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টার (বি.সি.সি.সি)। প্রথমে টসে জিতে পি.সি.এ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক পি.সি.এ ব্যাট করে ২৫ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৭৬ রান করে। পি.সি.এ’র হয়ে উল্লেখযোগ্য রান করে বিশাল রাজ (৫৮) এবং আদিত্য আনন্দ (৩৪)।
বি.সি.সি.সি’র হয়ে ভাল বল করে শিবদাস সিং। সে ৪টি উইকেট দখল করে। এরপর ১৭৭ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে বি.সি.সি.সি টিম। শুরুটা ভাল করলেও পরে তাসের ঘরের মত উইকেট পরতে থাকে। ২৪.৩ ওভারে ১৫০ রান করে অলাউট হয় গোটা বি.সি.সি.সি টিম। ভাল রান করে দেব বিশ্বাস (৫২)। যথারীতি পাটনা ক্রিকেট একাডেমী ২৬ রানে এই সিজনে চ্যাম্পিয়ন হয়ে যায়। আজ যেহেতু ফাইনাল ছিল তাই আজ টুর্নামেন্টে সব পুরষ্কার ঘোষণা করা হয়। টুর্নামেন্টে বেস্ট বোলার নির্বাচিত হন পাটনা ক্রিকেট একাডেমীর মনিস কুমার। টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হন বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টারের নীতিশ পাণ্ডে। টুর্নামেন্টের সেরা উইকেট কিপের নির্বাচিত হন পাটনা ক্রিকেট একাডেমীর রোশান কুমার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাটনা ক্রিকেট একাডেমীর যশ শুক্লা। ফেয়ার প্লে ট্রফি চলে যায় জলপাইগুড়ি রাইকতপাড়া ক্রিকেট অ্যাকাডেমির ঝুলিতে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)