ভুটান সীমান্তে অন্তত ৩টি বর্ডার আউট পোষ্ট তৈরি করতে চলেছে এস.এস.বি
আর.সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯ই ডিসেম্বর, ২০১৮: এস.এস.বি’র ৫৫ তম বার্ষিকীতে শিলিগুড়ির অদূরে রানিডাঙ্গায় একটি সংবাদের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানের অন্তর্গত এক সাংবাদিক সম্মেলনে এস.এস.বি শিলিগুড়ি সিমান্তের আই.জি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় উপস্থিত সাংবাদিকদের জানান যে ভুটান সীমান্তে আরও তিনটি বর্ডার আউটপোষ্ট (বি.ও.পি) করতে চলেছে এস.এস.বি। তিনি আরও জানান যে এই তিনটি বি.ও.পি’র কাজ মাস দুয়েকের মধ্যে শুরু হবে। তার আগে এই তিনটি বি.ও.পি’র জন্যে প্রয়োজনীয় অনুমতি নিতে লাগবে বন দপ্তর থেকে। এর কারন চিহ্নিত জমি আসলে বন দপ্তেরের।
সংবাদচিত্র
Facebook Comments