ইসলামপুরে মহিলা ক্রিকেট দল গড়ে ইতিহাস রচনা করলেন কোচ জয়ন্ত চন্দ
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, গোয়ালপোখর, ১৮ই ডিসেম্বর, ২০১৮: ঝুলন মিতালী রাজদের আদর্শ মেনে পুরুষদের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার মহিলারাও ক্রিকেটের ২২ গজে তাদের কারামাত দেখাতে প্রস্তুত। পাশাপাশি ইসলামপুরের ক্রিকেট প্রশিক্ষক জয়ন্ত চন্দের কথা না বললেই নয়। ইতিমধ্যেই এই জেলার বুকে রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছেন জয়ন্ত চন্দ। উত্তর দিনাজপুর জেলার ক্রিকেট ইতিহাসে এবছরই প্রথম ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের স্বীকৃতি পেল জেলা মহিলা ক্রিকেট দল। উত্তর দিনাজপুর জেলা ও ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের আগামী ২৫, ২৬ ও ২৮ ডিসেম্বর শিলিগুড়িতে আন্তঃ জেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে জেলা মহিলা ক্রিকেট দল। এই জেলা মহিলা ক্রিকেট দলের ইসলামপুরের ১০জন ও রায়গঞ্জের ৮ জন মহিলা সদস্য অনুশীলনে যোগ দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ওই দলটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে। গত প্রায় কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামপুর ক্রিকেটে মহিলা সদস্যের উপস্থিতি প্রমাণিত করেছে প্রশিক্ষক জয়ন্ত চন্দ। ইসলামপুর থানা এলাকার শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে প্রীতি ভদ্র, অপর্ণা সিং, জানকি সরকার, পিঙ্কি সরকার, কবিতা গোস্বামী, নেহা গোস্বামী, শিল্পী দাস, ডোনা বিশ্বাস, শবনম ও সুচিত্রা গোয়ালা মিলে মোট দশজনকে ২২ গজে দাপানোর জন্য তৈরি করে ফেলেছেন ক্রিকেট কোচ জয়ন্ত চন্দ। ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক রাজকুমার পাল বলেন, ইসলামপুরের ক্রীড়া জগতের ইতিহাসে মহিলা ক্রিকেট দল এক অন্যন্য অধ্যায় রচনা করতে চলেছে। যা একমাত্র প্রশিক্ষক জয়ন্ত চন্দের জন্যই সম্ভব হয়েছে। ইসলামপুরবাসীর জন্য এ এক গর্বের বিষয়। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা সিএবি সহ সভাপতি সুদীপ বিশ্বাস বলেন, মহিলা ক্রিকেট দল আমাদের জেলার ইতিহাসে এই প্রথম স্বীকৃতী পেয়েছে। ইতিমধ্যে রাজ্য ক্রিকেটের বহু অনুর্ধ বিভাগে পুরুষ জেলা দল একের পর এক জেলার সুনাম বৃদ্ধি করে চলেছে। তাই আমরা এই মুহূর্তে মহিলা দলের গুনগত মানের চেয়ে সংখ্যার দিকে বেশি নজর দিয়েছি। কারন কোয়ানটিটি হলে কোয়ালিটি অবশ্যই আসবে। তাই যারাই অনুশীলন করছে তাঁদের সবাইকেই পাঠানো হবে তাতে মহিলারা আরও বেশি ক্রিকেটের প্রতি উৎসাহিত হবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)