৪ঠা ডিসেম্বর শিবমন্দিরের আঠেরোখাই মাঠে শুরু হতে চলেছে ৮ম মহকুমা বইমেলা
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে নভেম্বর, ২০১৮: আগামী ৪ঠা ডিসেম্বর ২০১৮ থেকেই শিলিগুড়ির কাছেই শিবমন্দিরে শুরু হতে চলেছে ৮ম শিলিগুড়ি মহকুমা বই মেলা। আজ এই বিষয়ে আঠেরোখাই গ্রাম পঞ্চায়েত সমিতির সভা ঘরে এক সাংবাদিক বৈঠক ডাকেন বইমেলা কমিটির সভাপতি এবং শিলিগুড়ির মহকুমা শাসক শ্রী শিরাজ দানেশ্বর। এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যম কে জানান যে এই বইমেলায় গতবারের তুলানায় আরও বেশি উৎসাহ দেখা গেছে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বেশ কিছু স্কুল এই মেলার ব্যাপারে যোগাযোগ করেছে গ্রাম পঞ্চায়েত অফিসে। মেলা থাকবে লিটল ম্যাগাজিনের জন্যে একটা নির্দিষ্ট জায়গা, যেখানে সব লিটল ম্যাগাজিনের প্রকাশকেরা তাদের বই প্রদর্শন ও বিক্রি করতে পারবে। বই মেলা কমিটির সেক্রেটারি শ্রী সৈকত গোস্বামী জানান যে বই মেলা কমিটি আসা করছে কলকাতা থেকে অন্তত পক্ষে ৪০টি স্টল বুকিংএর সম্ভাবনা আছে। তাছারাও ৪-৫টি সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই স্টলের ব্যাপারে। এছারাও গোস্বামীবাবু বলেন যে বইমেলা উদ্বোধন হবে আগামী ৪ঠা ডিসেম্বর মাসের বিকাল ৪:৩০ মিনিটে। এই উদ্বোধনের পরে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
ছবি ও ভিডিও: আর. সুব্রত (টি.এন.আই)