গোয়ালপোখরে মাছ ধরতে গিয়ে স্থানীয়র মৃত্যুতে রহস্য
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৪শে অক্টোবর, ২০১৮: গোয়ালপোখর থানার নিমতলা গ্রামে তিস্তা ক্যানেলের ওভার ব্রিজের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। যদিও মৃত ওই ব্যক্তির গলায় দাগ নজরে আসায় খুন বলে দাবী স্থানীয়দের। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোয়ালপোখর থানার নিমতলা গ্রামে তিস্তা ক্যানেলের ওভার ব্রিজের নিচে পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পামল গ্রামের বাসিন্দা রাধাবলক সরকার ওরফে পাগলা (৫০) এর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁজিপাড়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রাধাবলক সরকারের পরিবার দিল্লিতে থাকেন। পাগলা বলে পরিচিত ওই ব্যক্তি মাছ ধরার শৌখিন ছিলেন। প্রতিদিনই ওই ব্যক্তি নিমতলা ব্রিজে মাছ ধরতে যেত। শুধু পাগলাই নয় অন্যত্র বিভিন্ন জায়গা থেকে মানুষ ওই এলাকায় মাছ ধরতে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাগলাকে সম্ভবতঃ খুন করা হয়েছে। কারন পাগলার গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। পাগলা কোনওদিনই কোনও নেশা করত না তবে সে জলে পড়লো কি করে। এসব নিয়েই রাধাবলক সরকারের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মাছ ধরতে গিয়েই জলে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)