শীতলকুচিতে পণের জন্যে কুপিয়ে হত্যা করা হল এক গৃহবধূকে
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শীতলকুচি, ২৩শে সেপ্টেম্বর, ২০১৮: স্ত্রীকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী এবং শশুর বাড়ির লোকজন৷ বিয়ের পরে যৌতূকের দাবিতে নিঃসংসভাবে নির্মমভাবে খুন করা হয় এক গৃহবধূকে৷ অভিযোগ, সামাজিক মতে বিয়ে হওয়ার পর অতিরিক্ত দুইলক্ষ টাকা দাবি করে স্বামী এবং শশুর বাড়ির লোকজন। টাকা না মেলায় চলে পাশবিক অত্যাচার, যার জেরে স্বামী, শাশুড়ি এবং দেওয়র মিলে ধারাল অস্ত্র দিয়ে গৃহবধূকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ৷ ঘটনাটি কুচবিহার জেলার মাথাভাঙ্গার শীতলকুচি ব্লকের পেটলালেঙরা গ্রামের৷ মৃত গৃহবধূর নাম ফতেমা বিবি (২৫), অভিযুক্ত স্বামীর নাম আজিজুল মিয়া৷ জানা যায়, ২০১৬ সালে ডিসেম্বর মাসজায়, ৬ তারিখে সামাজিক মতে বিয়ে হয় দুজনের৷ বিয়ের পরে তাঁদের এক এগারো মাসের সন্তান ও আছে৷ অভিযোগ গতকাল, রাতে খুন করা হয় ফাতেমাকে৷ খবর জানাজানি হতেই ছুটে আসে পুলিশ৷ দায়ের হয় অভিযোগ৷ অভিযুক্ত আজিজুল মিয়া শাশুড়ি এবং দেওযর পলাতক৷ পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ৷ অন্যদিকে, নির্মম এই খুনের দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন গ্রামবাসিরা৷ দেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠান হয়৷
ছবি ও ভিডিও: স্বপন রায় বীর (টি.এন.আই)