মাওবাদী সন্দেহে ভারত জুড়ে বিশিষ্ট ব্যাক্তিত্বদের প্রতিবাদে শিলিগুড়ি
ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ২রা সেপ্টেম্বর, ২০১৮: গত কয়েকদিন আগে সারা ভারত জুড়ে গ্রেপ্তার করা হয় বিশিষ্ট কবি ও অধ্যাপক ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ, সমাজকর্মী গৌতম নওলাখা সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিত্বদের। রাচীতে অশীতিপর চার্চের ফাদার স্ট্যানলী স্বামী ও বাদ যাননি। মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকা, ভিমা-কোরেগাঁও হিংসায় জড়িত থাকা এবং ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়। যদিও এতদিন জানা যেত এই ব্যাক্তিরা পিছিয়ে পড়া মানুষদের বিপদে পাশে দাঁড়াতেন।
ভারতবর্ষের রাজনীতিতে যখন প্রবল ঝড় চলছে তখন শিলিগুড়িতেও উঠলো প্রতিবাদের হাওয়া। নাট্যপরিচালক পার্থ চৌধুরী টি.এন.আইকে জানান “আসলে ফ্যাসীবাদ তার দাঁত-নখ বার করছে নগ্নভাবে। বিরূদ্ধমতকে বিনষ্ট করো। এটাই এখন রাষ্ট্রের কর্মসূচী।” সৃজনের সভাপতি অধ্যাপক অজিত রায় জানালেন – “আমরা সৃজনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার হওয়া সকলের মুক্তির দাবী করছি”। পরবর্তীতে সৃজন ও এ.পি.ডি.আর -এর আহ্বানে এক বিরাট মিছিল ধিক্কার – স্লোগান সহকারে গতকাল শহর পরিক্রমা করে। মিছিলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনসহ বিশিষ্টজনেরা অংশগ্রহন করেন। মিছিলের শেষে অজিত বাবু টি.এন.আইকে জানান, “আগামীতে আরও কর্মসূচী নিয়ে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন জারি থাকবে।”
ছবিঃ ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই)