জলপাইগুড়ির সোনার মেয়ে স্বপ্না জিতল প্রথম ভারতীয় এসিয়াড হেপ্টাথ্যালন গোল্ড
ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, জলপাইগুড়ি ২৯শে অগাস্ট, ২০১৮: উত্তরের গর্বের সোনার মেয়ে। অসাধ্য সাধন করলেন উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির সোনা মেয়ে স্বপ্না বর্মন। হেপ্টাথ্যালনে সোনা জিতে তা উত্তরবঙ্গ তথা ভারতের গলায় পড়িয়ে দিলেন। বুধবার জাকার্তার এশিয়ান গেমসের পোডিয়ামে ওঠার আগে স্বপ্না ছুঁয়ে ফেললেন আরও এক মাইলফলক। ৬০০০ পয়েন্টের বাধাও পেরোলেন। সোনা জয়ের জন্য তাঁর সামনে ছিল চিনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে কোনো বাধার দ্বারা সে যে প্রতিরুদ্ধ নয় তা প্রমাণ করে দিল এই দিন। অ্যাথলেটিক্সের সবচেয়ে কঠিন ইভেন্ট বলা হয় হেপ্টাথ্যালনকে। ট্র্যাক আর ফিল্ড মিলিয়ে মোট সাতটি ইভেন্টে পরীক্ষার মুখোমুখি হতে হয় প্রতিযোগীকে। ওই সাতটিতেই নিজেকে উজাড় করে দিলেন উত্তরের রাজকন্যা। মঙ্গলবার জ্যাভেলিন থ্রো-এর পর ছ’টি ইভেন্ট শেষ হয়। তাতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চীনের মোট পয়েন্ট ছিল ৫১৫৫। অন্য দিকে, স্বপ্নার কাছে ছিল ৫২১৮ পয়েন্ট। অর্থাৎ ৬৩ পয়েন্টের ব্যবধান। এই দিন হাতে ছিল ৮০০ মিটার দৌড়। আর তাতেই বাজিমাত করেন স্বপ্না। শেষমেশ চীনকে পেছনে রেখে সোনার হাসি হাসলেন উত্তরের সোনা মেয়ে স্বপ্নাই।