মানব পাচার রোধে কালচিনিতে আয়োজিত হল এক কর্মশালা
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কালচিনি, ৫ই জুলাই, ২০১৮: বৃহস্পতিবার মানব পাচার রোধে এক কর্মশালা আয়োজন করা হয়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও ভলেণ্টিয়ার গ্ৰুপ নামক সংস্থার পক্ষ থেকে। যেখানে এলাকার অঙ্গনওয়ারী কর্মী, স্বনির্ভর দলের সদস্যা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এই কর্মশালায় কালচিনি সমিতি এডুকেশন অফিসার এম রায় উপস্থিত ছিলেন। ভিডিও ভলেনটিয়ার গ্ৰুপের পক্ষ থেকে হরিহর নাগবংশী জানান যে মূলতঃ চা বাগান শ্রমিকদের দারিদ্রতা, অশিক্ষা এই পাচার হবার মূল কারণ। ভাতখাওয়া চা বাগান হচ্ছে ডুয়ার্স এর মধ্যে অন্যতম মানব পাচার, নারী পাচারের গড় বলে পরিচিত। এলাকায় প্রায় ১০০ উপরে ছেলে মেয়ে মহিলা পাচার হয়েছে এবং পাচারের সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আর এই পাচার রোধে আজকের এই কর্মশালার আয়োজন।