সি.আই.আই ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ‘নর্থবেঙ্গল স্কিল কনক্লেভ ২০১৮’ শুরু হল
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৩০শে জুন, ২০১৮: শিলিগুড়ির সিনক্লেয়রস হোটেলে শুরু হল সি.আই.আই উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দ্বারা যৌথভাবে আয়োজিত কৌশল বৃদ্ধি বিষয়ক কনক্লেভ। এই কনক্লেভের নাম ‘নর্থবেঙ্গল স্কিল কনক্লেভ ২০১৮’। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে যে সকল কৌশল বৃদ্ধি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার বেশির ভাগ সংস্থা এই কনক্লেভে অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানের প্রধান আছেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী পুরনেন্দু বসু, সরকারের কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের কমিশনার শ্রী পি. ডি. প্রধান, রাষ্ট্রীয় দক্ষতা উন্নয়ন নিগমের আধিকারিক শ্রী অভিশেক হেগরে, হেল্প টুরিজমের কর্ণধার শ্রী রাজ বসু, সি.আই.আই উত্তরবঙ্গ আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী কমল কুমার তেওয়ারি এবং আরও অনেকে।
মূলত এই কনক্লেভের মূল উদ্দ্যেশ্য হল উত্তরবঙ্গের শিক্ষার্থী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কে শিল্পবান্ধব পরিমণ্ডলে নিজেদের দক্ষতা কে পরিস্ফুটিত করা। বর্তমান প্রেক্ষাপটে শিল্পের চাহিদা অনুসারে শিক্ষার্থীদের দক্ষতা কে গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে এই বিষয়ে অবগত করা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদা এবং কলকাতা থেকে বহু ছাত্রছাত্রী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই কনক্লেভে অংশগ্রহণ করেছে।
ছবি: হীরক.ডি (টি.এন.আই)