হাটে বাজারে ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে এল ইসলামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতি
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ২৯শে জুন, ২০১৮: উত্তর দিনাজপুর জেলার হাটগুলিতে ডেঙ্গু মোকাবিলায় ময়দানে নিয়ন্ত্রিত বাজার সমিতি। জানা গিয়েছে, নিয়ন্ত্রিত বাজার সমিতির ইসলামপুর দপ্তরে হাটে কর্মরত সাফাইকর্মীদের অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই কর্মসূচিতে নিয়ন্ত্রিত বাজার সমিতির বিভিন্ন হাটে কর্মরত সাফাইকর্মীরা তাঁদের নিত্য দিনের সাফাইয়ের পাশাপাশি এলাকায় মশার উপদ্রব থেকে বাঁচতে মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হবে। এই উদ্যোগে ইতিমধ্যে দুটি স্প্রে মেশিন কেনা হয়েছে। মেশিন কোম্পানির অভিজ্ঞ প্রশিক্ষক সাফাইকর্মীদের মেশিন চালানোর বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অফিসার অন স্পেশাল ডিউটি সমর গাঙ্গুলি বলেন, এই মুহূর্তে আমরা দুটি স্প্রে মেশিন কিনেছি আগামীতে আরও কেনা হবে। নিয়ন্ত্রিত বাজার সমিতি এলাকায় মশার উপদ্রবের পাশাপাশি হাটে আসা মানুষ যাতে ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পায় সেবিষয়ে আমাদের বিশেষ উদ্যোগ।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)