ফালাকাটায় রং পাল্টে ব্যাঙ হাজির বর্ষার জলকেলিতে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২৫শে মে, ২০১৮: বুধবার সকালে বৃষ্টি থামতেই ব্যাঙ দেখতে জনতার ডল ফালাকাটার থানা রোডে। বিরল প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া গেলো ফালাকাটায়। ফালাকাটা থানা থেকে একটু এগিয়ে উদয় সংঘের কাছে এর সংখ্যক ব্যাঙ দেখতে পেয়ে ভিড় জমায় এলাকাবাসী। বৃষ্টির মরসুম শুরু হতেই ব্যাঙের ডাক কানে ভাসে, বৃষ্টি শুরু হতেই ব্যাঙের দেখা মেলে। গর্ত থেকে বেরিয়ে জলকেলী করতে নেমে পড়ে এই হলুদ ব্যাঙের দল। বর্ষার শুরুতেই ওরা দল বেঁধে প্রকৃতির সাথে নেচে উঠে। মূলত ফালাকাটার সাপটানা নদীতে এদের দেখা মিলতো কোনো এক সময়, সেটা এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শোনা যেত। তবে সেদিন এই এলাকায় এরকম হলুদ প্রজাতির ব্যাঙ আগে কেউ কোনোদিন দেখেনি বলে জানান এলাকার মানুষজন। ব্যাংগুলো দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। যোগেন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের বিশিষ্ট শিক্ষক শ্রী ভাস্কর দে বলেন, এর বিজ্ঞান সম্মত নাম হপলোব্যাট্রাকাস টাইগারিনাস, এটি ডাইক্রোগ্লসিডি ফেমেলীর অন্তর ভুক্ত। এই সময় প্রজননের জন্য এর রং পরিবর্তন হয়ে থাকে। জল দূষণ বাসস্থান ধংস এই সব কারণে অদূর ভবিষ্যতে এদের সংখা কমে যাবে। পরিবেশ প্রেমী ও বিশিষ্ঠ শিক্ষক প্রবীর রায়চৌধুরী জানিয়েছেন, “মূলত নদীর চড়ে, গর্তে এই ব্যাঙ গুলো থাকে। বর্ষা হতেই এরা গর্ত থেকে প্রজননের জন্য বেরিয়ে আসে। জীবন বিজ্ঞানের বিশিষ্ট শিক্ষক শ্রী সঞ্জয় চন্দ বলেন, “এটি ইন্ডিয়ান বুলফ্রগ প্রজাতির, ভারতের পাশাপাশি মায়ানমার, বাংলাদেশ, নেপালে এদের দেখা মিলে, প্রজজনের সময় পুরুষ ব্যাঙগুলো স্ত্রী ব্যাঙদের আকৃষ্ট করার জন্য দেহের রং পাল্টে ফেলে, এদের শরীরের আসল রং হলো সবুজ। ফালাকাটার মতো এলাকায় হলুদ রঙের ব্যাঙ দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছেন সকাল থেকেই।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)