ধির গতির ফলে ময়নাগুরিতে সারা রাত্রি জুড়ে চলেছে ভোটদান প্রক্রিয়া
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ১৫ই মে, ২০১৮: ময়নাগুরি ব্লকের বিভিন্ন এলাকার বুথে সারা রাত্রি জুড়ে চললো ভোট। ময়নাগুরি ব্লকের হেলাপাকড়ি রাত ৩টে পর্যন্ত চলেছে ভোট দান প্রক্রিয়া চলে। হেলাপাকড়ির ১৬/২৬৬ নম্বর বুথে দেখা মিলেছে এমনই চিত্র। এই বুথে ১০৮৫ জন ভোটার রয়েছে।এ কজন ভোটার জানান ভোট দান প্রক্রিয়া ধীর গতিতে চলার ফলেই এই সমষ্যা। বিকেল ৫টা বেজে গেলেও ৮০০ লোকের ভোট বাকি থেকে যায়। পরে ভোটারদের স্লিপ দেওয়া হয়। এদিনের ভোট প্রসঙ্গে ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান রাত্রি ১২:৩০ নাগাদ ময়নাগুরি ব্লকে প্রায় ৭০%ভোট পড়ে গেছে। প্রায় ৪৬% ভোট কর্মীরা ভোট কেন্দ্র থেকে ভোট দান প্রক্রিয়া শেষ করে চলে এসেছেন। তিনি আরো বলেন ময়নাগুরি ব্লকে শান্তিতেই ভোট পর্ব চলেছে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)