মেখলীগঞ্জে পালিত হল ২৯তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৯শে এপ্রিল, ২০১৮: পালিত হলো জাতীয় নিরাপত্তা সপ্তাহ মেখলীগঞ্জের কথা ও গান সাংস্কৃতিক ভবনে। এবারের ২৯ তম এই পর্বে মূল বিষয় ছিল যাতায়াত এবং পরিবহন ক্ষেত্রে মানুষের নিরাপত্তা বিষয়ে জন চেতনা বৃদ্ধিকরা৷ প্রথমেই সেভ ড্রাইভ সেভ লাইফ ধ্বনি দিয়ে একটি মিছিল মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে। এরপর মেখলীগঞ্জ থানার তরফে সেভ ড্রাইভ সেভ লাইফ এর ওপর একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডি.এস.পি.টি চন্দন দাস এবং সি.আই শ্রী রবীন থাপার সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় প্রশ্নোত্তর প্রতিযোগিতা। মেখলীগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন মেখলিগঞ্জ থানার তরফে একটি বাংলা দৈনিকের সাংবাদিক আনারুল ইসলাম প্রামাণিক এর হাতে হেলমেট তুলে দেন এস.ডি.পি.ও শ্রী অভিষেক রায়। মুক্তকথা সাহিত্য পত্রিকার তরফে উপস্থিত পুলিশ আধিকারিকদের হাতে মুক্তকথার একটি সংখ্যা তুলে দেন মুক্তকথার সম্পাদক আনারুল ইসলাম প্রামাণিক। অন্যদিকে, মেখলীগঞ্জ ট্রাফিক পুলিশ মেখলীগঞ্জের পথে মিছিলে আমজনতাকে সচেতন পথ চলার বিশেষে বার্তা প্রদর্শন করেন একটি নীরব মিছিলের মধ্যে দিয়ে৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)