পাঞ্জিপাড়ায় তৃনমূলের পোস্টার ছেড়ার অভিযোগে অভিযুক্ত বিজেপি
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই পাঞ্জিপাড়া ২৮শে এপ্রিল, ২০১৮: শনিবার ফের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর – ১ ব্লকের অন্তর্গত পাঞ্জিপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। তবে এদিন শাসকদলের পোস্টার ছেড়ার অভিযোগে অভিযুক্ত করা হয় বিজেপি। পাঁজিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে, এদিন সকালে পাঁজিপাড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শান্তিরঞ্জন মির্ধার সমর্থনে দলীয় কর্মীরা পোস্টার লাগিয়ে গেলেও কিছুক্ষন পর তা ছিড়ে পরে থাকতে দেখা যায়। এই নিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ বিজেপি কর্মীরাই তৃণমূল প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলেছে। রোজ রোজ শাসকদলের পোস্টার ছেঁড়ায় কর্মীরা রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে তৃণমূলের প্রার্থী মহম্মদ রাহি’র পোস্টার ছেঁড়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিল ফরওয়ার্ড ব্লক দল। ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি এদিনের ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সব মিলিয়ে বারবার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে পাঁজিপাড়া অঞ্চলে চাপা উত্তেজনা ছড়িয়েছে। পাঁজিপাড়া অঞ্চলের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্রী শান্তিরঞ্জন মির্ধা বলেন, আমাদের দলের লোকেরা পোস্টার লাগিয়ে যাবার কিছুক্ষন পর এসে দেখে পোস্টার ছেড়া অবস্থায় পড়ে আছে। বিজেপি এসমস্ত নোংরা রাজনীতির খেলায় মেতে এলাকাকে উত্তপ্ত করতে চাইছে। রোজদিন আমাদের দলের পতাকা পোস্টার ছেড়া হচ্ছে এসব আমরা বরদাস্ত করব না। পাঁজিপাড়া অঞ্চলের বিজেপি নেতা শ্রী শঙ্কর সাহা বলেন, বিজেপি এধরণের নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয়, আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)