সারা রাজ্যের মত ময়নাগুরিতেও পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৫শে এপ্রিল, ২০১৮: ২৯তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো ময়নাগুরি ব্লকের ঝাঝাঙ্গি তে। এই দিন এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফক ওসি ফজরুল হক, হাইওয়ে ট্রাফিক ওসি মোস্তফা হোসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর শ্রী হিরালাল ঠাকুর। এই দিন এই সচেতনতা শিবিরে ট্রাফিক আইন সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনা বাড়াতে বিভিন্ন ট্রাকের ড্রাইভার,খালাসি,বাইক চালকদের বলা হয় কি ভাবে ট্রাফিক মেনে গাড়ি চালাতে হবে। হিরালাল বাবু বলেন আমাদের এই সচেতনতা শিবির চলতে থাকবে।এই শিবিরে মানুষের মধ্যে ট্রাফিক আইন নিয়ে বোঝানো হবে। যেমন ট্রাফিক সিগন্যালে গাড়ি থামাতে হবে,মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না,বাইক চালানোর সময় হেলমেট পড়তে হবে, ২ জনের বেশী যাত্রী নিয়ে বাইক চালানো যাবে না সহ বিভিন্ন বিষয়ে এই দিন জনগন কে সচেতন করা হয়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)