ইসলামপুরে সাইকেল আরোহীকে বাঁচাতে ট্রাক চালকের পা হারাবার আশঙ্কা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৯ই এপ্রিল, ২০১৮: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিজের পা বাদ যাওয়ার আশঙ্কায় চিকিৎসাধীন এক লড়ির চালক। জানা গিয়েছে, বৃহস্পতিবার এক সাইকেল আরোহী আচমকা সড়কের মাঝখানে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এক বালি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে আরও একটি পাথর বোঝাই লড়ি। ধাক্কার জোর এতটাই ছিল যে পাথর বোঝাই লড়িটি প্রায় বালি বোঝাই ট্রাকের মধ্যে ঢুকে যায়। দুটি ক্রেইন দিয়ে লড়ি ও ট্রাককে আলাদা করে পাথর বোঝাই লড়ির চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর বোঝাই লড়িটিতে শুধু চালক ছিল। চালক অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রাম বাবু। চালকের মাথায় ও এক পায়ে গুরুতর জখম রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত চালকের পা বাদ দিতে হতে পারে। বর্তমানে ওই চালক ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ইসলামপুর থানার পুলিশ গাড়ি দুটিকেই আটক করে তদন্ত শুরু করেছে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)