ফালাকাটায় ঝড়ের জন্যে পিক আপ ভ্যান পালটি খাওয়ার থেকে বাঁচলো
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৯ই এপ্রিল, ২০১৮: ফালাকাটার দুই মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ল মুরগির খাবার বোঝাই একটা ছোট পিক আপ ভ্যান। বর্তমানে ফালাকাটার মাদারি রোডের সম্প্রসারণ ও মেরামতির কাজ চলছে। রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি বাইক কে সাইড দিতে গিয়ে সামনের চাকা পিচ রাস্তার নিচে মাটিতে চলে যায়। বৃষ্টির জন্য মাটি নরম হওয়ায় পিক আপ ভ্যানটির সামনের চাকা মাটিতে ডুকে যায়। উল্টো দিক থেকে ঝাড়ের হাওয়া বয়ে যাওয়ার জন্য মাল বোঝায় গাড়িটি পালটি খায়নি। এর ফলে কোন হতাহতের খবর নেই। পরে রিকভারি গাড়ি দিয়ে দুর্ঘটনাগ্রস্থ মুরগির খাবার বোঝাই ছোট পিক আপ ভ্যানটিকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছানো হয় বলে জানা গেছে। মুরগির খাবার বোঝাই ছোট গাড়িটি ফালাকাটা থেকে মুরগির খাবার বোঝাই করে মাদারি হাট যাচ্ছিল যাবার পথেই ফালাকাটার দুই মাইলে এই দুর্ঘটনাটি ঘটে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)