ইসলামপুরে শিশুকে বাঁচাতে এন.বি.এস.টি.সি বাসের ধাক্কায় জখম মা ও শিশু
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৫ই মার্চ ২০১৮: জাতীয় সড়কের মাঝখানে আচমকা চলে আসা শিশুকে বাঁচাতে সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম শিশু ও মা। ঘটনার জেরে বৃহস্পতিবার বিকালে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর থানার ধনতলার ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকা। জানা গিয়েছে, এদিন আচমকা মায়ের হাত ছেড়ে শিশু জাতীয় সড়কের মাঝখানে চলে আসে। মা শিশুটিকে বাঁচাতে গেলেই বিহারের কিষানগঞ্জ অভিমুখী এন.বি.এস.টি.সি র একটি বাস আচমকা চলে আসাতে বাসের ধাক্কায় দু’জনই গুরুতর জখম হয়। জখম শিশুর নাম ইসমাইল (৩) ও ওই শিশুর মায়ের নাম রেশমা খাতুন। স্থানীয়রা দুইজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা অপর একটি সরকারি বাস ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাশাপাশি এদিন এলাকায় ট্রাফিকের দাবিতে সরব হয়ে প্রায় একঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পাশাপাশি তারা ওই এলাকায় এন.বি.এস.টি.সি র একটি স্টপেজও দাবি করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। জখম মা ও শিশু ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা বশির আলম, মহঃ কুরান আলি’রা বলেন, এখানে স্টপেজ না থাকার কারনে বারবার এলাকার বাসিন্দারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এছাড়াও আমরা দীর্ঘদিন ধরে এখানে ট্রাফিকের দাবি জানিয়ে আসছি কিন্তু কোনও ফল হয়নি। ইসলামপুর থানার আইসি শ্রী রাজেন ছেত্রী বলেন, ঘাতক গাড়ীটিকে আটক করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)