ইসলামপুরে প্রথক দুটি দুর্ঘটনায় জখম ১০ মাধ্যমিক পরীক্ষার্থী
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই মার্চ ২০১৮: ইসলামপুর মহকুমায় পৃথক পৃথক দুটি পথ দুর্ঘটনায় মোট ১১ জন আহত। যাদের মধ্যে ১০ জনই মাধ্যমিক পরীক্ষা সেরে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে, পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন পরীক্ষার্থীসহ আহত পাঁচ। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাদের দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে পরে অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। এদিন কালিগঞ্জ হাই স্কুল থেকে ঘিরনিগাও এর দিকে যাওয়ার সময় ঠিক তার উল্টো দিক থেকে আসা দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় চোপড়া থানার ঘোষপাড়ার টেটোশ্বরী এলাকায়। ঘটনায় পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে। দুই ছাত্রীর আঘাত গুরুতর থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে যান চোপড়ার বিডিও সুবল বিশ্বাস সহ চোপড়া থানার পুলিশ। অন্যদিকে চাকুলিয়া ব্লকের এস বি টোলি হাই স্কুলের ৬ জন ছাত্রী রামকৃষ্ঞপুর পিডিজিএম হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দক্ষিণ কোনাল এলাকার বাড়িতে অটো করে ফেরার সময় অসুরাগর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে অটো উল্টে সব পরীক্ষার্থী জখম হয়। জখমদের কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)