ময়নাগুরিতে নিত্যদিন চলছে টোটোর দৌড়াত্ন
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: ডুয়ার্সের প্রান কেন্দ্র হলো ময়নাগুরি। বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা ময়নাগুরির উপর দিয়েই যাতায়াত করে। আর প্রতিদিনই এই ময়নাগুরি বাজারে সকাল থেকেই দেখা মেলে টোটোর দৌড়াত্ন। ময়নাগুরির রাস্তার বিভিন্ন প্রান্তে লাইন দিয়ে দারিয়ে থাকে টোটোর লাইন। পথ চলতি মানুষ থেকে স্কুলের ছাত্র ছাত্রী, অফিস যাত্রী সবাইকেই অসুবিধের মধ্যে পড়তে হয়। কিছুদিন আগে ময়নাগুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে টোটো চলাচল নিয়ে একটি আলোচনা সভাও বসে। সবচেয়ে বড় ব্যপার টোটোর জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল। বহুক্ষেত্রে এ ব্যপারে পুলিশ ও প্রশাসন এর তরফ থেকে এই ব্যপারে উদ্দ্যোগ গ্রহন করলেও ফল কিছুই মেলে নি। প্রায় টোটোকেই দেখা জাচ্ছে বাস স্ট্যান্ডে দ্রুত গতিতে ছুটে চলছে যাত্রী তোলার জন্য। টোটোতে নেওয়া হচ্ছে অধিক স্নগখক যাত্রী, রাস্তার ফুটপাথ ঘেসে দাঁড়িয়ে থাকছে টোটো বাদ পরছে না ময়নাগুরি বাস স্ট্যন্ড, থানা মোড়, বিডিও ওফিস সংলগ্ন এলাকা। আগামীতে প্রশাশনিক ভাবে টোটো গুলির উপর বিশেষ দৃষ্টি না দিলে যখন তখন ঘটে জেতে পারে বড়সড় দুর্ঘটনা।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)