গোয়ালপখোরে ১৫০ কর্মী সিপিএম – তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই গোয়ালপখোর ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: গত বৃহস্পতিবার গোয়ালপখোর ব্লকের মজলিস্পুর প্রাথমিক বিদ্যালয়ে বিজিপি আয়োজিত এক সভায় দয়ের শতাধিক কর্মী সিপিএম – তৃনমূল ছেড়ে যোগদান করেন। গোয়ালপোখর মণ্ডল কমিটির সভাপতি শ্রী আনন্দ কুমার মণ্ডলের উপস্থিতিতে গোয়ালপখোর ব্লকের মাইনোরিটি সভাপতি আয়াজ মহঃ সেলিমের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কর্মীরা বিজেপিতে যোগদান করেন। দলত্যাগী সাজ্জাদ আলম’রা বলেন, ‘এলাকার সর্ব সাধারন মানুষের উন্নয়নের লক্ষ্যেই আমরা বিজেপিতে যোগদান করলাম’। গোয়ালপখোর ব্লকের মাইনোরিটি সভাপতি আয়াজ মহঃ সেলিম বলেন, ‘এই এলাকা তৃনমূলের শক্তঘাটি বলেই পরিচিত। এদিন সিপিএম – তৃনমূল থেকে ১৫০ জন দলীয় কর্মী বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনে ধরমপুর – ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি দলের হবে। এই ১৫০ জন কর্মী ৫ হাজার কর্মীর সমান। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে পঞ্চায়েত নির্বাচন আমরা লড়ছি’।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)