উত্তরবঙ্গ ব্লক ভাওয়াইয়া প্রতিযোগীতা ঘিরে বিতর্ক মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৭শে জানুয়ারি ২০১৮: মূখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে ডাকা হয়নি সরকারি অনুষ্টানে বিশিষ্ট বেক্তি সহ সংখালঘুদের – এমন অভিযোগ ঘিরে তোলপাড় কুচবিহার জেলার মেখলিগঞ্জ৷ আমন্ত্রণ না পেয়ে অভিযোগ দায়ের প্রশাসনের কাছে৷ উল্লেখ্য, আজ অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ ব্লক ভাওবাইয়া প্রতিযোগতা মেখলিগঞ্জের ধুলিয়া এলাকায়৷ জানা যায় সেখানে আমন্ত্রণ করা হয়নি বেশ কিছু বিশিষ্ট বেক্তি সহ সংখালঘুদের, এমন বিষয়ে অভিযোগ করেন হাবিবর রহমান নামে তৃণমূল কংগেস এর নেতা, যা নিয়ে তোলপাড় মেখলিগঞ্জ৷ হাবিবর জানান “এটি একটি সরকারি অনুষ্ঠান, উত্তরবঙ্গ ব্লক ভাওবাইয়া মূখ্যমন্ত্রীর নির্দেশে যখন গোটা উত্তরবঙ্গ জুড়ে অনুষ্ঠিত হচেছ ভাওবাইয়া গান ও গানের আসর, সেখানে সংখালঘু সম্প্রদায় বঞ্চিত কেন, ওনার অভিযোগ তৃণমূলের ছাতার তলায় থাকা বাম সমার্থকরা একাজ করেছে, সম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে, আমরা এটা মানব না৷ অবিলম্বে এই অভিযোগ মন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষ সহ নবান্নে পাঠাবো”৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)